সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE-র তরফে দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার ডেট শিট প্রকাশিত হল সোমবার। করোনাবিধি মেনে দশম শ্রেণির পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১- ২২ ডিসেম্বর হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ১৭ নভেম্বর দশম শ্রেণির এবং ১৬ নভেম্বর দ্বাদশ শ্রেণির মাইনর সাবজেক্টের (বিদেশি বা আঞ্চলিক ভাষার বিষয়) পরীক্ষাগুলি শুরু হয়ে যাবে।
অতিমারীর কথা মাথায় রেখে নিজেদের স্কুলেই ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হতে পারে। তার জন্য পরীক্ষা শুরুর কিছু আগে থেকেই স্কুলগুলি স্যানিটাইজ করা হবে। সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় শুরু হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য আগে যেখানে ১৫ মিনিট সময় দেওয়া হত, সেখানে এবার মিলবে ২০ মিনিট।