'পুজোয় কী প্ল্যান', অগাস্ট এল কী এল না, গড়পড়তা বাঙালির কুশল বিনিময়ের সঙ্গেই চলে আসে এই প্রশ্ন? পুজোর চারটে দিন নিয়ে নানা পরিকল্পনা থাকে আমাদের সবার। তারকারা কে কেমন পুজো কাটান, কী করেন, কী খান, কোথায় যান তা জানতেও ইচ্ছে করে খুব। দেখে নেওয়া যাক এই পুজোয় কী করছেন বিনোদন জগতের কিছু চেনা মুখ।
টেলিভিশন জগতের চেনা মুখ দেবলীনা-তথাগতর পায়ের তলায় সর্ষে। পুজোর সময়টায় দুজনেই শুটিং এর ব্যস্ততা থেকে অনেক দূরে। ব্যাস, অমনি বেরিয়ে পড়া দেশে বিদেশে। দুজনেই ভালোবাসেন অ্যাডভেঞ্চার। তাই কলকাতার পুজোর আমেজের চেয়ে দুজনেরই পছন্দ বেরিয়ে পড়া।
সাহেব ভট্টাচার্যের কাছে পুজো মানে জমিয়ে আড্ডা, আর স্ট্রিটফুড খাওয়া। ষষ্ঠী কিমবা সপ্তমীতে বাড়িতেই গেটটুগেদার, সেখানে বন্ধু বান্ধন, আত্মীয় স্বজন, ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু বাদ যান না কেউই। আর পুজোর দিনগুলোয় একটু রাতের দিকে বেরিয়ে দেশপ্রিয় পার্কের স্ট্রিটফুড খাওয়ার মজা থেকে কোনো পুজোতেই নিজেকে বঞ্চিত করেন না সাহেব।
সদ্য মা হওয়া সোনালী চৌধুরীর পুজোটা এবার বাকি পুজোর থেকে একদম আলাদা। ছেলে রিয়ানকে ধুতি পাঞ্জাবি পরিয়ে অষ্টমীর অঞ্জলি দেবেন। সেদিন আবার অভিনেত্রীর নিজেরো জন্মদিন পড়েছে। সব মিলিয়ে হৈহৈ ব্যাপার। তবে পুজোর ক'দিন খাওয়া দাওয়া কিন্তু বাড়িতেই পাত পেড়ে।
অনেকের মতোই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও পুজোর সময় কলকাতার বাইরেই কোথাও ঘুরতে যান। তবে এবার শুটিং এর জন্য ষষ্ঠীর আগেই শহর ছাড়ছেন। শুটিং এর জন্য ডায়েট মেনে খাওয়াও তেমন জমবে না। তবে পুজোর আমেজ কিছু তো থাকবেই। অষ্টমীতে যেখানেই থাকুন না কেন, মায়ের কেনা পাঞ্জাবি একবার পরবেনই।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ভীষণ ব্যস্ত নিজের নানা কাজ নিয়ে। তবে পুজোর ক'দিন সব সময় তোলা থাকছে ছেলে সহজের জন্য। বিসেশ কোনও প্ল্যান এখনও নেই, তবে কমপ্লেক্সের পুজোয় সময় কাটাবেন, বন্ধুদের সঙ্গে লাঞ্চ অথবা ডিনারে যাবেন। এ বছর আবার সহজ আর ওর বন্ধুদের ড্যান্স পারফরম্যান্স আছে, সে সব নিয়েও ভীষণ উত্তেজিত প্রিয়াঙ্কা।