শাহরুখের দীর্ঘদিনের বন্ধু করণ জোহার বেশ কিছু মূল্যবান ছবি পোস্ট করেছেন। স্মৃতিরোমন্থন করেছেন কীভাবে শাহরুখ খানের সঙ্গে তার পরিচয় হল 'করণ-অর্জুন' সিনেমার সেটে। তিনি লিখেছেন শাহরুখ একজন অতুলনীয় বাবা, দৃঢ়চেতা স্বামী, প্রিয় ভাই, এবং একজন অপরিহার্য বন্ধু।
শাহরুখের সঙ্গে 'দেবদাস', 'দিল তো পাগল হে'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন মাধুরী দিক্ষিত। তিনি লিখেছেন, "শুভ জন্মদিন সবচেয়ে বিনয়ী এবং আকর্ষক শাহরুখ। তুমি একটি সুস্থ এবং দীর্ঘ জীবন যাপন করো।"
'জব তখন হ্যায় জান', এবং 'জিরো'তে শাহরুখের সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ লিখেছেন, "তোমার মতো কেউ নেই শাহরুখ খান। সমস্ত ভালোবাসা এবং আলো তোমার উপরে এবছরও পড়ুক এবং প্রত্যেক বছরই পড়তে থাকুক।"
করিনা কাপুর তাঁর ইনস্টা স্টোরিতে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "চিরতরে হৃদয় বিজেতা"।
শাহরুখের সঙ্গে বিভিন্ন ছবিতে কাজ করেছেন অনুষ্কা শর্মা। তিনিও জন্মদিনে ছবি শেয়ার করে লিখেছেন, "শুভ জন্মদিন শাহরুখ। তুমি সবসময় এভাবেই উজ্জ্বল থাকো।"
Shahrukh Khan Birthday: ৫৬ তেও চিরসবুজ শাহরুখ, কিং খানের জন্মদিন নিয়ে উন্মাদনা সারা দেশে
মালাইকা অরোরা খান 'দিল সে' সিনেমার 'ছাইয়া ছাইয়া' গানের এক ঝলক তুলে ধরে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানকে। তিনি লিখেছেন, "তোমার চারপাশের মানুষগুলোকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা বছর আনন্দে রাখার জন্য অমানসিক পরিশ্রম তুমি করো, তা সত্যিই অভূতপূর্ব।"