কোচবিহারের বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় কমিশনে দরবার তৃণমূলের। কোন পরিস্থিতিতে বাহিনী গুলি চালিয়েছে তা চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে। কমিশনে অভিযোগ জানানোর পর তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন,বিনা দোষে,বিনা প্ররোচনায় বাহিনীর গুলিতে নিরীহ চার নাগরিকের মৃত্যু, পশ্চিমবঙ্গের ভোটের ইতিহাসে এককথায় নজিরবিহীন। এনিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা কমিশনের তরফে কোনও বিবৃতি মেলেনি। সাম্প্রতিক সময়ে বেশকিছু সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্ররোচনামূলক বক্তব্য রাখছেন বলেও অভিযোগ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা