ভবানীপুর বিধানসভা এলাকায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। আগামী ৩০ সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বুধবার থেকে রাস্তায় নেমে গেল কেন্দ্রীয় বাহিনী। চেতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলেন জওয়ানরা।
ভবানীপুরে খোল বাজিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী
ফিরহাদ হাকিমের খাসতালুক হিসাবে পরিচিত ৮২ নম্বর ওয়ার্ডের অলি-গলির আনাচে-কানাচে ঘুরে টহল দিলেন জওয়ানরা। হাই-প্রোফাইল এই কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। CPM প্রার্থী শ্রীজীব বিশ্বাস।