ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মালদার চাঁচোল। পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। লাঠির আঘাতে হাত ফেটে যায় পোলিং এজেন্টের। আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে চাচোঁল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদার মালতিপুর বিধানসভার ৭৬ নম্বর বুথের ঘটনা।জখম তৃণমূল পোলিং এজেন্টের নাম শহিদুল ইসলাম মালতী পূর ৭৬ নম্বর বুথের পোলিং এজেন্ট। তৃণমূল কর্মীর অভিযোগ, তাকে লাঠি দিয়ে মারধর করে ওই বুথের দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনীর জওয়ানরা