কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে উঠল চেলসি ও আর্সেনাল। সাউদাম্পটনের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ম্যাচ শেষের পর পেনাল্টি থেকে জয় পায় চেলসি। নাটকীয় শুটআউটে ৪-৩ গোলে জয় পায় তাঁরা। লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠস আর্সেনাল।
পেনাল্টি শুটআউটে চেলসির হয়ে গোল মিস করেন ফুটবলার ম্যাসন মাউন্ট। শুটআউটে রিস জেমসের শট থেকেই জয়সূচক গোলটি আসে। ম্যাচের প্রথমার্ধে ৪৪ মিনিটে চেলসির হয়ে প্রথম গোল করেন কাই হাভের্টজ। দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল শোধ করে সাউদাম্পটনও। তাঁদের হয়ে গোল করেন চে অ্য়াডামস। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি পর্যন্ত।
অন্য ম্য়াচে সহজ জয় পেয়েই কোয়ার্টার ফাইনালে উঠল আর্সেনাল। ৫৫ মিনিটে প্রথম গোল আর্সেনালের হয়ে গোল করেন কালাম চেম্বার্স। দ্বিতীয় গোল করেন এডি এনকেটিয়াহ।