ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) শীর্ষস্থান দখলের লড়াইতে প্রবল ভাবে ফিরে এল চেলসি। ঘরের মাঠে জিতে তারা লিগ টেবিলের তিন নম্বর জায়গা ধরে রাখল। শীর্ষে থাকা ম্যান সিটি (Man City) এবং দু'য়ে থাকা লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেলসি (Chelsea)।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ভক্তদের মুখে হাসি ফোটালেন জর্জিনহো। ম্যাচে থোমাস টুহলের দল ৩-২ হারিয়েছে লিডস ইউনাইটেডকে। জোড়া গোল করলেন জর্জিনহো। তার মধ্যে শেষ গোল সংযুক্ত সময়ের চার মিনিটে পেনাল্টি থেকে। অন্য গোল মেসন মাউন্টের। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি।
Maradona Watch recovered: দুবাইয়ে চুরি হওয়া মারাদোনার দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার অসমে