নজরকাড়া জাঁকজমক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাল ফৌজের জেট বিমান-সহ সামরিক শক্তির প্রদর্শনের মধ্য দিয়ে চিনের কমিউনিস্ট পার্টি তাদের শতবর্ষ উদযাপন শুরু করল। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার তিয়েনআনমেন স্কোয়ারে চিনের কমিউনিস্ট পার্টির হাজার হাজার কর্মী জড়ো হন। তাঁদের সুরক্ষায় মোতায়েন করা হয় লাল ফৌজের বিরাট বাহিনী।
প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, কেবলমাত্র সমাজতন্ত্রই চিনকে রক্ষা করতে পারে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বেই চিনকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কমিউনিস্ট পার্টিকে জনগণের থেকে বিচ্ছিন্ন করার সবরকম চেষ্টা ব্যর্থ হবে বলে দাবি করেন তিনি।
১৯২১ সালে প্রতিষ্ঠিত চিনের কমিউনিস্ট পার্টি মাও সে তুঙের নেতৃত্বে ১৯৪৯ সালে ক্ষমতা দখল করে। গত ৭২ বছর চিনে একচ্ছত্র ক্ষমতায় রয়েছে তারা। এই সময়পর্বে চিনের বিপুল পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে কমিউনিস্ট পার্টির নীতি এবং নেতৃত্বেও।
শতবর্ষ উপলক্ষ্যে গত এপ্রিল মাস থেকে ব্যপক প্রচার অভিযান চালিয়েছে চিনা কমিউনিস্ট পার্টি। প্রতিটি সিনেমা হলকে বাধ্যতামূলকভাবে 'রেড সিনেমা' নামে প্রচারমূলক ছবি প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
চিনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে অন্তত ১০০টি প্রচারমূলক টেলিভিশন নাটক তৈরি করা হয়েছে। দেশজুড়ে সেগুলি প্রচার করা হচ্ছে।
শতবর্ষ উপলক্ষ্যে ১০০% নামে একটি গান রিলিজ করা হয়েছে। তার বিষয়বস্তু হল চিনের সমাজতান্ত্রিক উন্নয়ন এবং কমিউনিস্ট পার্টির ইতিহাস।