মোট সম্পত্তির নিরিখে আমেরিকাকে(USA) টপকে একেবারে শীর্ষে (world's richest economy) পৌঁছে গিয়েছে চিন (China)। বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চিন। বিশ্বের মোট সম্পদের এক তৃতীয়াংশ এখন চিনের দখলে।
আন্তর্জাতিক ম্যাকিনজি অ্যান্ড কোম্পানির একটি রিপোর্টে এই পরিসংখ্যান উঠে এসেছে ৷ তাতে দেখা গিয়েছে, ২০০০ সালে বিশ্বের মোট সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার ৷ দু-দশক পর ২০২০-তে তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলার হয়েছে ৷ এর মধ্যে একা চিনেরই সম্পদ বেড়েছে ১২০ ট্রিলিয়ন ডলারের , যেখানে২০০০ সালে তাদের সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল মাত্র ৭ ট্রিলিয়ন ডলার ৷
সেই তুলনায় গত দু’দশকে ৯০ ট্রিলিয়ন ডলারের সম্পদ বৃদ্ধি হয়েছে আমেরিকার ৷ তবে চিন এবং আমেরিকা, দু’দেশেই মোট সম্পদের দুই তৃতীয়াংশ দেশের ১০ শতাংশ ধনকুবেরদের দখলে রয়েছে ৷ ম্যাকিনজি অ্যান্ড কোম্পানির দাবি, বিশ্বের মোট সম্পদের ৬৮ শতাংশই রিয়েল এস্টেটের মধ্যে নিয়োজিত ৷ গত দু’দশকে বিশ্বের সর্বত্র রিয়েল এস্টেটের দাম ৫০ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে ৷