উৎসবের মরশুমে দেশজুড়ে বড়সড় বিদ্যুৎ সংকটের আশঙ্কা। কয়লা সংকটের জেরে সমস্যায় দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি। দ্রুত সমস্যার সমাধান না হলে দিন চারেক মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সংকট শুরু হতে পারে।
লকডাউনের পর দেশজুড়ে বিদ্যুতের চাহিদা অনেকটা বেড়েছে। কেন্দ্রের দাবি, দেশের অর্থনীতির বৃদ্ধির সঙ্গে দেশে নতুন নতুন শিল্প কারখানা খুলছে। যার ফলে হু হু করে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গতবছর এই সময় যা বিদ্যুতের চাহিদা ছিল এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা তার চেয়েও ৭০ শতাংশ বেশি। বিভিন্ন কারণে এই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে কয়লা সরবরাহ করতে অসুবিধা হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরেই কয়লা সরবরাহের এই সমস্যায় ভুগছে দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি। এর মধ্যেই লাগাতার বৃষ্টি এবং ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের বন্যা পরিস্থিতি এই সংকটকে আরও বাড়িয়েছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে, তাপবিদ্যুৎকেন্দ্রগুলিতে মাত্র চারদিনের কয়লা মজুত আছে। ফলে এই পরিস্থিতিতে দেশের অর্ধেকের বেশি কয়লাখনিকে সতর্ক রাখা হয়েছে।