শাহরুখ খানের (SRK) ছেলে আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। শুক্রবার আরিয়ানের জামিনের আবেদনের শুনানি ছিল। সেদিকে নজর ছিল গোটা দেশের। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন, নূপুর সহ আটজনের জামিনের আবেদনই খারিজ করেছে এনডিপিএস আদালত।
জামিনের আবেদন নিয়ে এবার মুম্বাইয়ের সেশন কোর্টের দ্বারস্থ হবে অভিযুক্তেরা।
ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ ৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত। বৃহস্পতিবার রাতে আরিয়ান-সহ প্রত্যেককে রাখা হয় এনসিবি অফিসে। আজ, শুক্রবার সকালে মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি ছিল। সেখানেই বড় সিদ্ধান্ত নিল আদালত।
মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে অরিয়ানের গ্রেফতারি নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে। দু’দফায় এনসিবি হেফাজতে ছিলেন আরিয়ান। তারপর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত।