মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খান মামলায় ২০ অক্টোবর পর্যন্ত জামিনের আবেদনে স্থগিতাদেশ দিল মুম্বইয়ের এনডিপিএস স্পেশাল আদালত।
বৃহস্পতিবার আদালতে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই এনসিবির তথ্য প্রমাণ নিয়ে প্রশ্ন তুলে আরিয়ানের জামিন আবেদন করেন। তিনি বলেন, "শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে একটি ২৩ বছরের ছেলের স্বাধীনতা কেড়ে নিতে পারে না এনসিবি। হোয়াটসঅ্যাপ চ্যাট প্রমাণ হিসেবে খুবই দুর্বল। তদন্তে সাহায্য করার দাবি জানিয়ে তাঁকে জামিন দেওয়া হোক।" আরিয়ানের কোনও পুরনো ক্রিমিনাল রেকর্ড নেই, সে কথাও মনে করিয়ে দেন অমিত দেশাই।
অ্যাডিশানাল সলিসিটার জেনারেল অনিল সিং এনসিবির হয়ে আদালতে সওয়াল করেন। তিনি জানান, "এই প্রথমবার ড্রাগ নেননি আরিয়ান খান। বিভিন্ন তথ্য-প্রমাণ বলছে, বেশ কয়েকবছর ধরে মাদকচক্রে জড়িয়ে ছিলেন তিনি। নিয়মিত মাদক সেবন করতেন আরিয়ান।" অনিল সিং আদালতে বলেন, "মহাত্মা গান্ধী ও সাত বুদ্ধের দেশ ভারত। দেশের এমন তরুণ প্রজন্ম দেখার জন্য স্বাধীনতা সংগ্রাম করেননি বিপ্লবীরা।" এই মাদকচক্রে আন্তর্জাতিক যোগ আছে কিনা, তা প্রমাণ করার জন্য আদালতের কাছে আরও কিছুদিন সময় চেয়ে নিয়েছে এনসিবি।
মুম্বইয়ের ক্রুস পার্টি থেকে ৩ অক্টোবর আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। পরে তাঁকে গ্রেপ্তার করে এনসিবি। আরিয়ানের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেজাকেও।