অক্টোবরের শেষের দিকে দেশে তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে । যার প্রভাব বেশি পড়তে পারে শিশুদের উপর । এমনটাই আশঙ্কা করা হচ্ছে । তবে তার আগে মিলল স্বস্তির খবর । ২-১৮ বছর শিশুদের জন্য টিকা প্রয়োগে অনুমতি মিলল । জরুরি ভিত্তিতে শিশুদের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ করা যাবে । মঙ্গলবার এমনই জানিয়েছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সাবজেক্ট এক্সপার্ট কমিটি । তারা ডিসিজিআই-র কাছে এই সংক্রান্ত একটি সুপারিশ জমা করেছে । এরপরেই ডিসিজিআই এই বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ।
চলতি বছরের মে মাসে শিশুদের উপর পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনের ট্রায়ালে ছাড়পত্র পেয়েছিল ভারত বায়োটেক । সম্প্রতি, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে । এই দুই পর্বে ২৮ দিনের ব্যবধানে ৫২৫ জন শিশুর উপর ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োগ করা হয়েছে । এবার তা জরুরি ভিত্তিতে শিশু ও কিশোরদের শরীরে ব্যবহারের অনুমতি মিলল ।
কোভ্যাক্সিন দেশে শিশুদের জন্য অনুমোদিত দ্বিতীয় টিকা হবে । অগাস্ট মাসে জাইডাস ক্যাডিলার তিনটি ডোজ শিশুদের উপর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল । তবে তা ১২ বছরের উর্ধ্বদের জন্য । শিশুদের জন্য তৃতীয় সম্ভাব্য ভ্যাকসিন হল সেরাম ইনস্টিটিউটের নোভাভ্যাক্স, যার জন্য ডিসিজিআই গত মাসে 7 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ট্রায়াল শেষ করেছে।