রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত (Covid 19 Infected) হলেন ৮৫৪ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের পাওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮১৩ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১৮ জন। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে উত্তর ২৪ পরগনাতেও। এই জেলায় আক্রান্তের সংখ্যা ১৫৯ জন। মৃত্যু হয়েছে তিন জনের। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর হারে এগিয়ে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৮। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭,৯৭৩।
কলকাতা ও দুই ২৪ পরগনা ছাড়াও কোভিডের সংক্রমণ বাড়ছে আরও কিছু জেলায়। হাওড়া, হুগলী, নদিয়া ও দার্জিলিংয়েও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে।