দেশে নতুন করে ওমিক্রনে (Omicron) আক্রান্ত হলেন আরও ১১ জন। রাজস্থান ও দিল্লিতে চারজন করে, মহারাষ্ট্রে দুজন ও গুজরাতে একজন আক্রান্ত হয়েছেন ওমিক্রন ভাইরাসে (Omicron Variant)। দেশে সর্বমোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯।
দিল্লি সরকার (Delhi Government) মঙ্গলবার জানিয়েছে, রাজধানীতে চারজনের শরীরে কোভিডের এই নয়া প্রজাতির ভাইরাস পাওয়া গেছে। দিল্লিতে মোট ওমিক্রনে আক্রান্ত হলেন ৬ জন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) জানিয়েছেন, প্রয়োজনে ক্রিসমাস ও নিউইয়ারের সময় বিধিনিষেধ আনা হতে পারে।
রাজস্থানে নতুন করে চারজনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। সব মিলিয়ে রাজস্থানে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩। সোমবার কেরল, অন্ধ্রপ্রদেশ ও চণ্ডীগড়েও প্রথম ধরা পড়ে ওমিক্রন।
এখনও পর্যন্ত ওমিক্রনে এগিয়ে মহারাষ্ট্র (Maharashtra)। ২০ জনের শরীরে পাওয়া গিয়েছে কোভিডের এই নয়া প্রজাতি। রাজস্থানে ১৩ জন, দিল্লিতে ৬ জন, কর্নাটকে ৩ জন, গুজরাটে ৪ জন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। কেরল ও অন্ধ্রপ্রদেশে একজন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।
আরও পড়ুন: ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দ্রুত ছড়াতে পারে ওমিক্রন, জানাল WHO
মহারাষ্ট্র সরকার জানিয়েছে, দুটি ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও দুজন রোগী ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দুজনের মধ্যে একজন পুনে ও অন্যজন লাটুরের বাসিন্দা। সম্প্রতি দুজনেই দুবাই যান। তাঁদের সঙ্গে সংস্পর্শে এসেছিলেন তিনজন। তাঁদেরও পরীক্ষা করা হয়েছে। তিনজনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে গুজরাটের সুরাটে ফিরেছেন এক প্রৌঢ়। তাঁর শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে।