করোনা টিকা না নিলে এবার থেকে মিলবে না রেশন(Ration) । রেশন নেওয়ার সময় দেখাতে হবে কোভিড টিকার শংসাপত্র । দেশের নাগরিকদের করোনা টিকা নিতে উৎসাহ দিতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার(Central Government) । ইতিমধ্যেই উত্তরপ্রদেশের(Uttarpradesh) আলিগড়ে এটি চালু হয়েছে । এরপর হবে অন্যত্রও ।
দেশবাসী যাতে করোনা টিকা (Covid-19 Vaccine) নেন, সেই বিষয়ে নানা পদক্ষেপ করছে কেন্দ্র । ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্যে ড্রাইভিং লাইসেন্স (Driving License), আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card), পাসপোর্ট (Passport Application) তৈরি করতে গেলে করোনার টিকা বাধ্যতামূলক ৷ সেক্ষেত্রে রেশন কোনও বিচ্ছিন্ন বিষয় নয় ।
আরও পড়ুন, India Covid Update : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ১০,৪৮৮ জন, মৃত ৩১৩
কিছুদিন আগেই গাজিয়াবাদের (Ghaziabad) পরিবহণ কার্যালয়ে গাড়ির লাইসেন্স প্রস্তুতিতে বা তার নবীকরণ-সহ অন্যান্য কাজে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখানো অত্যন্ত প্রয়োজনীয় বলে ঘোষণা করা হয়েছে। এবার সেই একই নীতি চালু হবে রেশনের ক্ষেত্রেও ।