কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধের আঁচ লেগেছে কলকাতাতেও। এবার একটু অন্যভাবেই বনধ পালন করলেন যাদবপুরের সিপিএমের নেতা-কর্মীরা। শুনশান রাস্তায় চুটিয়ে ফুটবল।
দিল্লিতে ১০ মাসে পড়ল কৃষক ভারত বনধকে সফল করতে এইট বি বাসস্ট্যান্ড থেকে মিছিল করেন বাম কর্মী সমর্থকরা। মিছিলের পর রাস্তা আটকে ফুটবল খেলেন বাম যুব সংগঠনের কর্মীরা।
সোমবার সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভারত বনধের ডাক দিয়েছে বামেরা। সংগঠন জানিয়েছে, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, শিল্পক্ষেত্র সহ সরকারি ক্ষেত্র বন্ধ থাকবে। হাসপাতাল, মেডিকেল স্টোর সহ জরুরি পরিষেবার ক্ষেতে্রে ছাড় দেওয়া হবে।