চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁর ২০০ তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন মহেন্দ্র সিং ধোনি। ২৬ বল বাকি থাকতেই পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল সিএসকে। প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ রান তোলে পাঞ্জাব। সিএসকে-র হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দীপক চাহারের। চেন্নাই সুপার কিংসের পেসার ৪ ওভারে একটি মেডেন-সহ মাত্র ১৩ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। তাঁর দাপটেই পঞ্জাব ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়। ১৬ তম ওভারেই ম্যাচ জিতে নেয় সিএসকে। ধোনিকে ব্যাট হাতে নামতেই হয়নি।