প্রথমে ঋতুরাজ গায়কোয়াড এবং রবিন উত্থাপ্পার দুরন্ত ব্যাটিং। আর শেষবেলায় পুরনো মেজাজে ব্যাটিং করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। যার সৌজন্যে কোয়ালিফায়ার ওয়ানে চার উইকেটে দিল্লিকে হারিয়ে আইপিএলের (IPL 2021) ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। পন্থদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রা দুই বল বাকি থাকতেই তুলে নিল চেন্নাই।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হেটমেয়ার এবং পন্থ-এর পার্টনারশিপে ভর করেই স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তোলে দিল্লি। হেটমেয়ার ২৪ বলে ৩৭ রান করে আউট হলেও পন্থ মাত্র ৩৫ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৩টি চার এবং দুটি ছয়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফর্মে থাকা ফাফ দু’প্লেসিস আউট হন, তারপর ঋতুরাজ গায়কোয়াড এবং রবিন উত্থাপ্পার দুরন্ত ব্যাটিং। তবে শেষদিকে ত্রাতা হিসেবে দেখা দিলেন সেই মহেন্দ্র সিং ধোনি। ২ বল বাকি থাকতেই দলকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন। আর নিজে অপরাজিত থাকলেন মাত্র ৬ বলে ১৮ রান করে। এই ম্যাচ জেতায় চেন্নাই আইপিএলের ফাইনালে পৌঁছে গেল। তাও আবার নবমবারের জন্য।