দুবাই স্টেডিয়ামে আইপিএলের (IPL 2021) টানটান ম্যাচ চলছিল। খুব খারাপ ভাবে হারল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু তাতে কী! দিনটা আগেই বাছা ছিল। তাই দেরি না করে গ্যালারিতে নিজের প্রেমিকাকে জয়া ভরদ্বাজকে প্রপোজ করে ফেললেন দীপক চাহার।
এই সম্পূর্ণ ঘটনার সাক্ষী থাকল দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়াম। ভিডিয়োটি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করতেই তা ছড়িয়ে পড়ে সব সোশাল মিডিয়ায়। প্রপোজ করার ক্ষেত্রে স্থান-কাল-পাত্র সত্যি খুব গুরুত্বপূর্ণ। প্রিয়জন সব সময়ই চান, যে এই বিশেষ মুহূর্ত এমন হোক- যা সবাই মনে রাখে। সিএসকের প্রমিসিং বোলার দীপক সেটাই করেছেন। তাঁর জীবনের এই বিশেষ মুহূর্ত মনে রাখবে সবাই।
ভিডিয়োয় দেখা গেল, বান্ধবীকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন চাহার। তাঁকে জড়িয়ে দিয়ে সম্মতি দেন বান্ধবী জয়া। তারপর হয় আংটি বদল ।