বিজয়া দশমীতে তৃতীয়বারের জন্য IPL জেতার লক্ষ্যে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)।
মহাযুদ্ধের আগে একটি পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে কলকাতাকে৷ তা হল, আইপিএলের ফাইনালে উঠে কখনও হারেনি কেকেআর।
২০১২ সালে প্রথম বার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএলের ফাইনালে পৌঁছেছিল কলকাতার দল। আর সে বার চেন্নাই সুপার কিংসকে হারিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছিল।
২০১৪ সালেও গম্ভীরের নেতৃত্বেই দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয় কলকাতা। সে বার পঞ্জাব কিংসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।
T20 World Cup: বিশ্বকাপের আগে ফের 'মওকা মওকা', পারদ চড়ছে ভারত-পাকিস্তান ম্যাচের
এই দুই বছর বাদ দিলে আর কখনও কলকাতা ফাইনালে উঠতে পারেনি। তাই চ্যাম্পিয়ন হওয়ার প্রশ্ন আসেনি। সে ক্ষেত্রে দু'বার ফাইনালে উঠে দু'বারই তারা চ্যাম্পিয়ন হয়েছে।
৭ বছর পর আবার ফাইনালে উঠেছে কলকাতা। এ বার দলকে জেতাতে মরিয়া অধিনায়ক ইয়ন মর্গ্যান।