একদিকে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), অন্যদিকে বিরাট কোহলি (Virat Kohli)। IPL-এর অন্যতম সেরা ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)।
IPL 2021: করোনার থাবা আইপিএলে, আক্রান্ত হায়দ্রাবাদের নটরাজন
আজ আইপিএলে আরো দুই রুদ্ধশ্বাস ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে ব্যাঙ্গালোর বনাম চেন্নাই। খেলা হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। আগের ম্যাচে ধোনিকে হারিয়ে জয়ী হয়েছিল বিরাটের দল। সেই ম্যাচে ৩৭ রানে জয়ী হয় RCB।
এবার ধোনির দলের পারফর্মেন্স তেমন ভালো নয়। একের পর এক ম্যাচে হতাশ করছে এই দল। যদিও সম্প্রতি ফর্মে ফিরেছে তারা। অন্যদিকে বিরাটের দলের পারফরমেন্স বেশ ভালোই। আগে মোট ১০ টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে জয়ী হয়েছে এই দল। তাই এখন অনেকটাই আত্মবিশ্বাসী এই দল।