প্রাক্তনের কাছে হারলেন বর্তমান। IPL 2021-এর হাইভোল্টেজ ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) ৬ উইকেটে হারিয়ে দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। একইসঙ্গে লিগ টেবিলের শীর্ষে চলে এলেন ধোনিরা।
প্রথমে ব্যাট করতে নেমে ১৫৬ রান তোলে বেঙ্গালুরু। ৫৩ রান করে সাজঘরে ফেরেন বিরাট। ব্যর্থ হন এবি ডিভিলিয়ার্স। ১২ রান করেন তিনি। ৭০ রান করেন পাড়িক্কল। চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ব্রাভো। ২৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন শার্দূল।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই৷ ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। শেষ লগ্নে চেন্নাইয়ের হয়ে ম্যাচ শেষ করে আসেন দুই পোড়খাওয়া যোদ্ধা ধোনি এবং সুরেশ রায়না।