গভীর নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকেই আকাশের মুখভার । বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে । এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমান(East Burdwan) জেলায় ।
কলকাতাতেও মেঘলা আকাশ । সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে । বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে ।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দুপুর নাগাদ পুরীর (Puri) কাছে পৌঁছবে ঘূর্ণিঝড় জাওয়াদ । ওড়িশা (Odisha) হয়েই বাংলার অভিমুখে আসার কথা জাওয়াদের । এর প্রভাবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুর্যোগ মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলোতে চলছে সচেতনতামূলক প্রচার । দিঘা-মন্দারমনির (Digha-Mandarmani) হোটেল খালি করে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন, Cyclone Jawad: আসছে 'জাওয়াদ', আরও ৭৫টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল
ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সুন্দরবন । এমনকি ফেরি চলাচলের উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ।