সফল পেশাগত জীবন, সঙ্গে দারুণ ভাবে, মনের বাঁচা, টলিউডের এই কাপল একেবারে পারফেক্ট ম্যাচ। বলছি দেব-রুক্মীনির কথা। ব্যস্ততার মাঝে একটু ছুটি পেলেই বেরিয়ে পড়েন দুজনে। এবারের গন্তব্য...না, খুলে বলেননি কেউই। তবে নরদার্ন লাইটস, অরোরা বোরিয়ালিস এর ছবি দুজনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। খুব সম্ভবত আইসল্যান্ড গিয়েছেন যুগল। ছবি দেখে দুধের স্বাদ ঘোলেও মেটাচ্ছেন অনেকেই।
না, একসঙ্গে ছবি পোস্ট করেননি কেউ। তবে বছরের একই সময়, দুজন মানুষের সোশ্যাল মিডিয়ায় একই ছবি, তার ওপর যারা নাকি টলিউডের সবচেয়ে আলোচনায় থাকা কাপল...এরপর আলাদা করে আর কিছু বলে দিতে হয়।
দেব অভিনীত গোলন্দাজ, আর রুক্মিণীর সনক, দুই-ই বাণিজ্যিক ভাবে যথেষ্ট সাফল্য পেয়েছে। আইসল্যান্ড ভ্রমণ কি তারই উদযাপন?