তাঁর 'খেলা হবে' এখন রাজনীতির ময়দান পেরিয়ে সব স্বাদের আড্ডায় দারুণ হিট। খেলা হবের রেশ কাটতে না কাটতেই দেবাংশু ভট্টাচার্য এবার পুজোর গানের ভিডিওতে। গানের নাম 'দুগ্গা মাঈকী জয়'। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পুজো স্পেশাল ড্যান্স অ্যান্থেম মুক্তি পেল মহালয়ার সকালেই। ঠিক আগের রাতের টিজারে প্রকাশ্যে এসেছিল তৃণমূলের এই তরুণ নেতার ছবি। আর তারপর থেকেই একটু একটু করে চড়ছিল উত্তেজনার পারদ।
মিউজিক ভিডিওতে দেবাংশু ছাড়াও রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু, ধ্রুব সরকার, কাঞ্চন মল্লিক, অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের মতো টেলিভিশন জগতের চেনা মুখেরা। গান গেয়েছেন জিষ্ণু ও নীলাঞ্জনা দে।
পুজো মানে আসলে উৎসব, আনন্দ, জাত ধর্ম বর্ণ ভুলে বেঁধে বেঁধে থাকা, এই বার্তাই দেওয়া হয়েছে গানে গানে।