আর কিছুক্ষণের অপেক্ষা । বৃহস্পতিবারই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল(Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) । রাজস্থানের (Rajasthan) সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বসছে বিয়ের আসর । জানা গিয়েছে, পাঞ্জাবি নিয়ম-কানুন মেনেই এই বিয়ে হবে ।
দুপুর ৩ টে ৩০-৩টে ৪৫ -এর মধ্যে সাত পাক ঘুরছেন ভিকি-ক্যাটরিনা । 'শেহরা-বন্দি'-র পর হোটেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে ভিকির 'বরাত' । বিলাসবহুল প্রাসাদের সামনের খোলা জায়গায় ভিআইপি(VIP) অতিথিদের জন্য ডিনার এবং পার্টির ব্যবস্থা করা হয়েছে । গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে । ১০ ডিসেম্বর এই তারকা জুটির রিসেপশন ।
সম্প্রতি, মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে রাজস্থানের উদ্দেশে রওনা দিতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে । ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । জানা গিয়েছে, বিয়ের পর হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা ।
এই মুহূর্তে ক্যাটরিনা কাইফের হাতে দুটি বড় কাজ রয়েছে । ইতিমধ্যেই সলমন খানের সঙ্গে টাইগার ৩-এর শুটিং শুরু করেছেন ক্যাটরিনা । অন্যদিকে, খুব তাড়াতাড়িই বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস'-এর শুটিং শুরু করবেন ক্যাটরিনা ।