ভোটপ্রচারে বাধ্যতামূলক করা হোক মাস্ক এবং শারীরিক দূরত্ব। একযোগে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কথা ভেবেই এই নির্দেশ আদালতের। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী, এমনিতেই প্রচারে মাস্ক এবং শারীরিক দূরত্ব বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সেই গাইডলাইন মানা হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় এবার তাই আদালতকে হস্তক্ষেপ করতে হল।