বিটকয়েনে(Bitcoin) ক্ষতি হতে পারে যুবসমাজের। ঠিক এই ভাষাতেই বৃহস্পতিবার বিশ্বের প্রতিটি দেশকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার(Australia) সিডনির(Sydney) একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই তাঁর মুখে শোনা যায় এই সতর্কবার্তা।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, "যেকোনও ক্ষেত্রেই রাষ্ট্রের তথা জনস্বার্থের দিকটি গুরুত্বের সঙ্গে দেখা উচিত আমাদের। একইসঙ্গে উৎসাহ দেওয়া উচিত বাণিজ্যে বিনিয়োগের দিকটিও। উদাহরণ হিসেবে বিট কয়েনের(Bitcoin) কথাই বলা যায়। এক্ষেত্রে সমস্ত গণতন্ত্রের একজোট হয়ে নিশ্চিত করা উচিত, যাতে বিট কয়েনের(Bitcoin) বিষয়টি খারাপ হাতে না পড়ে। আমাদের যুবসমাজের ওপর মারাত্মক ক্ষতিকারঅপপ্রভাব নিয়ে আসতে পারে।"
বিটকয়েনের(Bitcoin) অনিয়ন্ত্রিত বাজারের লাভ তুলতে পারে অপরাধচক্র। সন্ত্রাসবাদে(Terrorism) অর্থ যোগানের ক্ষেত্রেও একে হাতিয়ার করা যায়। তাই গত সপ্তাহেই এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। জানা গেছে, বিটকয়েনের(Bitcoin) বাড়বাড়ন্ত ঠেকাতে আইন সিদ্ধান্তের পথে যাচ্ছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই বিটকয়েন(Bitcoin) সংক্রান্ত একটি খসড়া বিল তৈরি করা হয়েছে।