একা করোনায় রক্ষা নেই, দোসর এবার ডেঙ্গি৷ তিলোত্তমার পুরনো দুশমন ডেঙ্গিকে রুখতে সচেষ্ট হল পুরসভা।
করোনার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। শিশু থেকে চিকিত্সক পড়ুয়া-ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অনেকেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে আইসিএমআর। ডেঙ্গির মোকাবিলায় শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল।
North Bengal Rain: পুজোতেও বৃষ্টি রাজ্যে? আগামী ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
কবে থেকে এই টিকার ট্রায়াল শুরু হবে, তা এখনও জানা যায়নি। তবে পুরসভা চাইছে, খুব দ্রুত টিকার ট্রায়াল শুরু করতে।