একেই বলে গোদের ওপর বিষফোঁড়া। করোনার আতঙ্কের মধ্যেই উত্তর ২৪ পরগনা জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। নিম্নচাপের বৃষ্টির জের কাটতে না কাটতেই নয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে জেলাজুড়ে। বিধাননগর থেকে বরানগর। কামারহাটি থেকে মধ্যমগ্রাম। করোনা-আতঙ্কের মধ্যেই বাড়ছে, ডেঙ্গির প্রকোপ। তবে, প্রশাসন সূত্রে দাবি, এবছর উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কম। এরমধ্যেই অনেকের শরীরে ডেঙ্গি সংক্রমণের প্রমান মিলেছে। পুরসভা থেকে শুরু হয়েছে প্রচার। জমা জলেই ডেঙ্গির মশা জন্মায়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে পুরসভার তরফে।