একের পর এক নতুন রকমের চরিত্রে নিজেকে ভাঙছেন দেব। এবার বাংলার দুঃসাহসী রঘু ডাকাতের গল্প নিয়ে পর্দায় ফিরছেন দেব। সেই আইকনিক চরিত্রে অভিনয় করবেন দেব নিজে। সারা জাগানো এই খবরটি দেওয়ার জন্য দীপান্বিতা অমবস্যার দিনটাকেই বেছে নিলেন ছবি নির্মাতারা। রঘু ডাকাত এর পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং দেব এবং এসভিএফ।
গোলন্দাজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই, এত বড় প্রোজেক্ট ঘোষণা, বাংলা ছবির জন্য নিঃসন্দেহে দারুণ খবর। ছবির পরিচালনায় এ বারেও 'গোলন্দাজ' ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।