অতিমারীতে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল বাংলা ছবির বাজার। বছর ঘুরতেই ছবিটা বদলেছে অনেকটা। পুজোর আগে একের পর এক নতুন বাংলা ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। খুশির রেশ আরও লম্বা এবার এই খবর শুনলে? আসছে গ্রীষ্মে বাংলা সিনেপ্রেমীদের জন্য দারুণ চমক। এবার একই ছবিতে দেব-প্রসেনজিত। ছবির নাম কাছের মানুষ। আজই প্রকাশিত হল ছবির পোস্টার। দেব, প্রসেনজিৎ, বাংলা ছবির দুই প্রজন্মের দুই সুপারস্টার। এবার তাঁদের ডুয়েল দেখবে বাংলা। গোলন্দাজের পর আরও একবার এক সঙ্গে একই ছবিতে দেব এবং ইশা সাহা।
কাছের মানুষ পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। আর প্রযোজনায় রয়েছে দেবের নিজের সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।