অপেক্ষার অবসান। পঞ্চমীতে প্রেক্ষাগৃহে রিলিজ করল ভেঙ্কটেশ ফিল্মসের ছবি 'গোলন্দাজ'। করোনা আবহে পরপর মুক্তি পিছিয়েছে এই ছবির। অবশেষে প্রেক্ষাগৃহে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বায়োপিক।
বাংলায় দেশপ্রেম ও ফুটবলের সম্পর্ক অনেক প্রাচীন। ছবির মোড়কে বাংলার ফুটবল ইতিহাসকে দারুণভাবে তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ১৮৭৯ সালের কলকাতাকে দেখা যাবে ছবিতে। ফুটবল ও জাতীয়তাবোধের মিশেলে কীভাবে এগিয়ে যাবে গল্প, সেটাই দেখার।
দীর্ঘদিন ভেঙ্কটেশের সঙ্গে কাজ করেননি দেব। অনেক দিন পর পুজোর সময় দেব ও ভেঙ্কটেশের ছবি রিলিজ করল। ট্রেলার, অভিনয়, সব মিলিয়ে অনেক প্রত্যাশা এই ছবি নিয়ে। বাঙালির দেশপ্রেম, জেদ, সংঘাত ও ফুটবল কীভাবে মিশে একাকার হয়ে গিয়েছিল,সেটাই উঠে এসেছে ছবির গল্পে। এসেছে পরাধীন দেশে জাতীয়তাবোধের গল্পও। চলতি বছর প্রথমে পয়লা বৈশাখ ও পরে ১৫ অগাস্ট রিলিজ করার পরিকল্পনা ছিল গোলন্দাজ। অতিমারির দাপটে সব পিছিয়ে যায়। অবশেষে পুজোতে মুক্তি পেল ছবিটি।