অবশেষে মুক্তি পেতে চলেছে দেবের বহু প্রতীক্ষিত ছবি 'টনিক'(Tonic) । সোমবার ইনস্টাগ্রামে ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন দেব(Dev) নিজেই । প্রযোজক অতনু রায়চৌধুরী ও দেবের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে 'টনিক' । আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ।
ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া প্রমুখ । পরিচালক অভিজিত সেন । বেঙ্গল টকিজ এবং দেব ভেঞ্চার্স প্রযোজিত 'টনিক' ছবিতে এক বৃদ্ধের জীবনে রসদ যোগাতে সঙ্গী হয়ে টনিকের মতো কাজ করবেন দেব । আর এই বৃদ্ধের চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ।
Sahrukh Khan: মালালার সঙ্গে ছবিতে ক্যামিও রোলে শাহরুখ, হইচই পড়ল বলিউডে
সম্প্রতি, দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে দেবের 'গোলন্দাজ' । মুক্তির পরপরই বক্সঅফিসে বিশাল সাড়া ফেলে দিয়েছে ছবিটি । সাতদিনে এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল ২ কোটি টাকা । দেবের আসন্ন ছবি 'টনিক' বক্সঅফিসে কি ততটা সাড়া ফেলতে পারবে ? তার জন্য অপেক্ষা করতে হবে ২৪ ডিসেম্বর পর্যন্ত ।