২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব(Dev)-পরাণ বন্দ্যোপাধ্যায়(Paran Bandopadhyay) অভিনীত 'টনিক'(Tonic) । এদিকে, মুক্তির দিন যত এগোচ্ছে, ততই সোশ্যাল মিডিয়ায় মজার মজার ভিডিও পোস্ট করছেন দেব । সেইসঙ্গে দর্শকদের জানাচ্ছেন, ৭০ বছর বয়সেও পরাণ বন্দ্যোপাধ্যায় কতটা অ্যাক্টিভ । সম্প্রতি, সেরকমই একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন দেব ।
সিনেমার সৌজন্যে প্রায় পঞ্চাশ বছর পর সাইকেল চালালেন পরাণ বন্দ্যোপাধ্যায় । তিনি এর ক্রেডিটও দিলেন দেবকে । জানালেন, দেব পাশে থাকলে সবটাই সম্ভব । পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'সাইকেলের চাকার পাম্পে শুধু সাইকেল চলে না । পাশে দেব থাকলে সাইকেল তরতর করে চলে ।' তবে দেবের মতে, এই বয়সেও যে মাউন্ট এভারেস্ট জয় করা যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় তারই উদাহরণ ।
আরও পড়ুন, 8/12 movie : বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযান এবার বড় পর্দায় !
ছোট, বড় সকলের ইচ্ছেপূরণের গল্প নিয়ে আসছে 'টনিক' । ছবির ট্রেলার জুড়ে নজর কেড়েছে দেব-পরাণ রসায়ন । ৮০ বছরের জলধর সেনের চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় । বিবাহবার্ষিকী উদযাপন করতে স্ত্রীকে নিয়ে পাহাড়ে পারি দিয়েছেন তিনি । একরাশ ইচ্ছেপূরণের স্বপ্ন তাঁর চোখে । আর তাঁর এই ইচ্ছেপূরণের 'টনিক' হল দেব । কারণ শীত-গ্রীষ্ম-বর্ষা টনিকই ভরসা ।