জলবায়ুর পরিবর্তন আটকাতে পদক্ষেপ করতে হবে উন্নত দেশগুলিকেই। জিডিপি-র অন্তত ১ শতাংশ ব্যয় করতে হবে উন্নয়নশীল দেশগুলির পরিবেশবান্ধব প্রকল্পে, জি ২০ সামিটের মঞ্চে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, "পরিবেশ বাঁচানোর দায় পুরোপুরি উন্নয়নশীল দেশগুলোর চাপিয়ে দেওয়া অন্যায় এবং অমানবিক"। জলবায়ুর পরিবর্তন রুখতে বেশি দায়িত্ব নিতে হবে উন্নত দেশগুলিকেই, রোমের জি ২০ সম্মেলনে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী।
প্রায় একই বার্তা দিলেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল। তিনিও বলেন পরিবেশ রক্ষায় ধনী এবং উন্নত দেশগুলির আরও বেশি দায়বদ্ধতা থাকা দরকার।