দুবাই (Dubai) থেকে চুরি যাওয়া মারাদোনার (Maradona) দুষ্প্রাপ্য ঘড়ি (Antic Watch) উদ্ধার হল অসমে। এমনটাই টুইট করে জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Bishwa Sharma)। শনিবার ভোরে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওয়াজিদ হোসেন নামে এক ব্যক্তিকে।
লিমিটেড এডিশন হাবলটের (Limited Edition Hublot) একটি ঘড়ি ব্যবহার করতেন মারাদোনা। ঘড়িতে মারাদোনার সইও ছিল। দুবাই পুলিশের (Dubai Police) সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মারাদোনার এই ঘড়ি উদ্ধার করেছে অসম পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুবাইয়ে একটি সংস্থা ফুটবলের সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিস সংগ্রহ করে। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন এই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গত অগস্ট মাসে ঘড়ি চুরি করে অসমে পালিয়ে আসে এই ব্যক্তি।