ভবানীপুরে (Bhwanipur) ভোটের হার কম হওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর অভিযোগ, ভোটারদের ভয় দেখানোয় কেউ ভোট দিতে আসছে না। তার ফলেই ভোট কম পড়ছে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের সঙ্গে ভবানীপুর কেন্দ্রের তুলনাও করলেন দিলীপ ঘোষ।বৃহস্পতিবার সকাল থেকেই ভোট শুরু হয়েছে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে। কলকাতার ভবানীপুরের তুলনায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটের হার ছিল অনেক বেশি। সামশেরগঞ্জে দুপুর তিনটে পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছিল। সেখানে ৫০ শতাংশ পেরোতে পারেনি ভবানীপুর। দিলীপ ঘোষের অভিযোগ, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের থেকে ভবানীপুরে ভোটের হার অর্ধেকেরও কম। কিছু একটা সমস্যা তো আছেই।না হলে ভবানীপুরের ভোটাররা কেন বুথে যাবেন না! তাঁর দাবি, ভোটারদের ভয় দেখিয়েই বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না তৃণমূল।