কলকাতা পুরসভা নির্বাচনের (KMC election 2021) আর বাকি মাত্র ৭ দিন। নির্বাচনের আগে শেষ রবিবারটিতে তুঙ্গে উঠল প্রচার (Election campaign)। এই ব্যাপারে, সব দলই সমানভাবে সক্রিয়।
শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) মতোই পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও (BJP)। তারাও নানারকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রচারের মাধ্যমে মানুষের মন 'জয়' করে নেওয়ার।
রবিবার ৪৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ডঃ চিত্রা পাল বসনিয়াকে সঙ্গে নিয়ে ওয়ার্ডের ঘরে ঘরে জোরদার প্রচার চালালেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার।
প্রচার চালালেন বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সুকান্ত'র পূর্বসূরী দিলীপ ঘোষও (Dilip Ghosh)। তিনিও রবিবার ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচার চালালেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনিন্দিতা ঘোষকে সঙ্গে নিয়ে