ত্রিপুরার পুরভোট নির্বাচনে (Tripura Election) বিজেপি জয়ের আগাম শুভেচ্ছা জানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ত্রিপুরাবাসীকে জয়ের অভিনন্দন জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)।
এদিন ত্রিপুরার পুরভোটে বিজেপির জয় নিয়ে শুভেন্দু অধিকারী টুইট করে শুভেচ্ছা জানান। তিনি টুইটে লেখেন, "ত্রিপুরার বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে জয়ের অভিনন্দন। আগরতলা ও অন্য নগর পঞ্চায়েতে জয় পেয়েছে বিজেপি। তৃণমূলকে আটকে দেওয়ার জন্য ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা।"
রবিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও টুইট করে শুভেচ্ছা জানান। তিনি টুইটে লেখেন, "তৃণমূলের অপপ্রচার রুখে দিয়ে বিজেপির উন্নয়নে ভরসা রাখার জন্য ধন্যবাদ। বিজেপিকে বিপুল ভোটে জেতানোর জন্য ত্রিপুরার মানুষকে অভিনন্দন।" ত্রিপুরার বিজেপি কর্মীদেরও শুভেচ্ছা জানান তিনি।