জ্বালানির দাম লাগাতার বেড়ে চলায় তার প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বাড়ায় মাছ থেকে সবজি, সবকিছুরই দাম চড়া। মধ্যবিত্তের নাভিশ্বাস হলেও এখনও কী কেন্দ্র, কী রাজ্য কারও তরফেই দাম কমানোর কোনও উদ্যোগ চোখে পড়েনি। মঙ্গলবার বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh) এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির দায় কংগ্রেসের ঘাড়ে দোষ চাপালেন। তীব্র আক্রমণ করলেন বিগতদিনে কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারকে।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "পেট্রোলের দাম কি আজ বেড়েছে নাকি? মনমোহন সিংহের আমলে আরও বেড়েছিল। ইন্দিরা গাঁধীর আমল থেকে দাম বাড়ছে, নতুন কিছু নয়।"
Kolkata Petrol Price: ফের কলকাতায় দাম বাড়ল পেট্রোলের, ডিজেল অপরিবর্তিত
জ্বালানির দাম এখন লাগামছাড়া হয়ে ছুটছে। মঙ্গলবার কলকাতায় ফের বাড়ল পেট্রোলের(Petrol) দাম। তবে ডিজেলের(Diesel) দাম আপাতত বাড়ানো হয়নি। লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১০ টাকা ৪৯ পয়সা। তবে ডিজেলের দাম সোমবার যা ছিল তাই রয়েছে। লিটারে ১০১ টাকা ৫৬ পয়সা।