'আমি তো কমিশনের কাছে মমতার পুরোপুরি নির্বাচনী প্রচার বন্ধেরই আবেদন করেছিলাম, উনি মানুষকে ক্ষেপিয়ে তুলছেন,' মমতার প্রচারে কমিশনের ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন বহরমপুরে সকালে দলীয় প্রার্থীদের নিয়ে প্রচারের পর দিলীপ ঘোষ বলেন, একজন মুখ্যমন্ত্রী এরকম দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে সমাজে উত্তেজনা ছড়াচ্ছেন।কমিশন, কেন্দ্রীয় বাহিনী,ইভিএম সবাইকেই অ্যাটাক করছেন।আজ যেহেতু হেরে যাচ্ছেন, তাই উল্টো বলছেন।মানুষকে ক্ষেপিয়ে দিচ্ছেন, এই যে চার-পাঁচজন লোক মারা গেছেন তার সম্পূর্ণ দায়িত্ব ওনার।ওনার পদত্যাগ করা উচিত।