বছরটা তেমন ভালো যাচ্ছে না বহু বলিউড(Bollywood) তারকার । বলতে গেল , ২০২১ সালটা বিনোদন জগতের জন্য কঠিন বছর । কোভিড তো একটা বড় কারণ বটেই । যদিও, ধীরে ধীরে কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠছে বলিউড । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । থিয়েটারে মুক্তি পেতে চলেছে সিনেমা ।
সামনেই আবার দীপাবলি । এইসময় পাপারাৎজিদের ক্যামেরার ফোকাস থাকে বলিউডের বড় বড় তারকাদের পার্টিতে । বচ্চন থেকে শিল্পা শেট্টি, প্রত্যেক বছর বড় করে পার্টির আয়োজন করেন । পার্টিতে বলিউড তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি লেন্সবন্দী করেন পাপারাৎজিরা । কিন্তু, এবার সেই আয়োজন অনেকটাই ফিকে । অনেকেই সেভাবে বড় পার্টির আয়োজন করবেন না বলে শোনা যাচ্ছে । এর বড় কারণ, অনেকেই মনে করছেন বিনোদন জগতে এনসিবি এবং ইডি-র হানা ।
প্রথমেই মুম্বই ক্রুজ ড্রাগ মামলায় আরিয়ান খানের(Aryan Khan) গ্রেফতারি । এই মামলায় চাঙ্কি পান্ডের মেয়ে এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডের(Ananya Pandey) জেরা । এই হাই প্রোফাইল মামলা বলিউডে একটা বড় প্রভাব ফেলেছে । রিপোর্ট বলছে, বহু তারকাই দীপাবলিতে বড় পার্টি আয়োজনে এড়িয়ে যাচ্ছেন ।
অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) প্রত্যেক বছর বড় করে পার্টির আয়োজন করেন । তবে, তাঁর জন্য এবছরটা খুব কঠিন ছিল । পর্ণ ব়্যাকেট মামলায় স্বামী রাজ কুন্দ্রার(Raj Kundra) গ্রেফতারি অভিনেত্রীকে কঠিন সময়ের মুখে দাঁড় করিয়েছিল । তাই এবছর শিল্পা দীপাবলি পার্টির আয়োজন করবেন কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে ।
বচ্চনরাও সেভাবে কোনও আয়োজন করছেন না বলে জানা গিয়েছে । সবশেষে কাপুর । প্রতি বছর অনিল কাপুর এবং সুনিতা কাপুর বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য একটি দীপাবলির পার্টির আয়োজন করে । কিন্তু এই বছর, তাঁরাও সেরকম কোনও আয়োজন করবেন না বলে মনে হচ্ছে ।