কালীপুজো এবং দীপাবলিতে দূষণের নিরিখে রাজধানী দিল্লিকে টক্কর দিল কলকাতা।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্তও কলকাতা ও দিল্লির বাতাসের দূষণ সূচকে কিছুটা ফারাক ছিল। দিল্লির দূষণমাত্রা ছিল বেশ বেশি। ক্রমশ সেই ফারাক কমতে থাকে।
Weather Update: কালীপুজো মিটতেই শহরে হিমেল হাওয়া, কুয়াশার চাদর জানান দিচ্ছে শীতের আর দেরি নেই
রাত ১০টা থেকে ১২টার মধ্যে কলকাতার বাতাসে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যায়। প্রায় সব জায়গায় বাতাসে ভাসমান সূক্ষাতিসূক্ষ ধূলিকণার পরিমাণ ছিল ৪০০ থেকে ৫০০-র মধ্যে। যাকে 'খুব খারাপ' থেকে 'মারাত্মক' বলা হয়।