দেশের কৃষকরা যন্ত্রণায় । আজ নয় । ১৯৪৬-র সেই তেভাগা আন্দোলনের সময় থেকে তাঁরা যন্ত্রণায় । সেইসময় থেকে আন্দোলন করে আসছে কৃষকরা । বর্তমানে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলছে । তাদের এই আন্দোলনকেই এবার থিম হিসাবে মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে দমদম পার্ক ভারতচক্র ক্লাব । বাদ যায়নি লখিমপুর খেরির ঘটনাও । সেখানে গাড়ির চাকায় পিষে দেওয়া হয়েছে কৃষকদের । সেই মর্মস্পর্শী ছবিও তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায় ।
মোটরগাড়ি ওড়ায় ধুলো, পিষে মরে চাষিগুলো । লখিমপুর খেরি তোমায় ভুলছি না, ভুলব না । প্রবেশপথেই এই ধরনের পোস্টারে সেজে উঠেছে মণ্ডপ । যদিও পুজোর উদ্যোক্তাদের কথায় গাড়িতে চাপা পড়ার বিষয়টি আগের থেকেই ভাবনায় ছিল । কিন্তু লখিমপুরে যে সত্যি এত বড় ঘটনা ঘটে যাবে তা ভাবতে পারেননি তারা । এছাড়া মণ্ডপ সজ্জায় তেভাগা আন্দোলন, তিন কৃষি আইন নিয়ে বিক্ষোভ উঠে এসেছে । কৃষি আইন বাতিলের দাবিতে রয়েছে পোস্টার । রয়েছে কৃষকদের জুতোর সারি ।
দেশের কৃষকদের সংগ্রামে পাশে থাকার বার্তাই দিয়েছে দমদম পার্ক ভারতচক্র । এবার তাদের পুজো ২১ বছরে পদার্পণ করেছে ।