শুক্রবার, দশমীর সন্ধে থেকেই কলকাতার নানা ঘাটে চলেছে প্রতিমা বিসর্জনের পালা। শনিবার একাদশীর দিনেও চলবে প্রতিমা নিরঞ্জন। সারা পুজোয় তেমন বৃষ্টি না হলেও দশমীর সন্ধে থেকেই বেশ বৃষ্টি হয় গোটা কলকাতাতেই। তাতে বেশ খানিকটা বিঘ্নিত হয় বিসর্জন প্রক্রিয়া।
করোনা আবহে বিজয়া দশমীতে সিঁদুরখেলা চলবে বলে জানালেও টিকার জোড়া ডোজ-সহ অতিমারির স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলার শর্ত দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু বিজয়া দশমীতে কোভিড বিধি ও হাই কোর্টের নির্দেশের তোয়াক্কা না-করেই চলল সিঁদুরখেলা। বাধ্যতামূলক ভাবে টিকার জোড়া ডোজ ছাড়াও হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, একসঙ্গে যথাসম্ভব কম মহিলাকে নিয়ে সিঁদুর খেলতে হবে। কিন্তু এ দিন অনেক জায়গাতেই সিঁদুরখেলার অনুষ্ঠানে লোকসংখ্যার সীমা মানা হয়নি।