পুজোর আর মাত্র ১৬ দিন বাকি। তারপরেই মা আসবেন জগত আলো করে। ইতিমধ্যেই ভোরের শিউলি ফুলেরা জানান দিচ্ছে পুজো তো চলে এল। কুমোর পাড়া থেকে পুজো মন্ডপ, দম ফেলার ফুরসত নেই কারুর। আগের বছর পুজো প্রায় হয়নি বললেই চলে, এ বছর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই থিম নিয়ে নিয়ে মেতে উঠেছেন পুজো উদ্যোক্তারা। এই যেমন ঠাকুরপুকুর ক্লাবের পুজো এবার পদাপর্ণ করল ৭২ বছরে। তাঁদের এবারের থিম আমার সংসার। হঠাৎ এমন একটা থিম কেন বাছলেন? জবাবে পুজোর এক উদ্যোক্তা জানালেন
বাইটঃ উদ্যোক্তা, ঠাকুরপুকুর ক্লাব (00:11-00:37)
পুজো মানে যান্ত্রিকতা নয়, পুজো মানে প্রকৃতির কোলে একরাশ ছুটি। এই ক্লাবের মন্ডপে এলে তাই আপনিও বিস্মিত হতে বাধ্য। আদৌও পুজোর মণ্ডপ, নাকি তা কোনো গ্রাম; তা বুঝতেই কিছুটা সময় লেগে যাবে। গ্রামবাংলার একটুকরো ছবিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন শিল্পী তাঁর যাদুদন্ড দিয়ে। সরলতা, আবিলতামাখা গ্রামবাসীদের মতো তাই তাঁদের একটাই আবেদন মায়ের কাছে, এবার যেন সব রোগ-ব্যাধি ঠিক হয়ে যায় মা। সবটা, সবটুকু...