অতিমারীতেই রেকর্ড লাভ ভারতীয় স্টেট ব্যাঙ্কের। কমল এনপিএ-র পরিমাণ। জানুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে এসবিআই-এর লভ্যাংশ বেড়েছে ৮০ %। গত বছর এই একই সময়ে লাভের পরিমাণ ছিল ৩৫৮১ কোটি। চলতি বছরে যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৫০ কোটি টাকা।
অনুৎপাদক সম্পদ বা এনপিএ -র পরিমাণ ৫.৪৪ % থেকে কমে দাঁড়িয়েছে ৪.৯৮ %। সুদ থেকে ব্যাঙ্কের আয় হয়েছে ১৮.৯ %, ২৭,০৬৭ কোটি টাকা।